January 19, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথা ব্লাড ডোনার্স ক্লাব ফরিদপুর এর আং‌শিক ক‌মি‌টি গঠন

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ।” এই স্লোগানকে সামনে রেখে গত ১৫/০৪/২২ এবং পবিত্র ১২ই রমজানে চাকরিজীবী, ব্যবসায়ী, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে সালথা ব্লাড ডোনার্স ক্লাব, ফরিদপুর। ফ‌রিদপু‌রের রক্তদা‌নে আ‌লো‌চিত সেচ্ছা‌সেবী সংগঠনটির পরিচালনা পর্ষ‌দের আং‌শিক কমিটি গঠন করা হ‌য়ে‌ছে। প্রায় বছর খা‌নেক ধ‌রে চলা সংগঠন‌টি রবিবার (৫‌ ফেব্রয়া‌রি) এক সিদ্ধা‌ন্তে এই ক‌মি‌টি ঘোষণা করা হয়।

সালথা ব্লাড ডোনার্স ক্লাব ফরিদপুরের এডমিন প‌্যা‌নে‌লের অন‌্যতম সদস‌্য মোঃ আশিকুর রহমান ক‌মি‌টি গঠ‌নের বিষ‌য়ে সংগঠনের নিজস্ব ফেসবুক মেসেঞ্জার গ্রুপে মত প্রকাশ করেন। সকলের সিদ্ধান্ত মতে মাওলানা আওলাদ হোসেন মিয়াকে সভাপতি ও মোহাম্মদ মিরাজ হোসাইনকে সাধারণ সম্পাদক এবং হাফেজ মাসুম বিল্লাহ কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। সেই সাথে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে। অন‌্যান‌্য সদস‌্যরাও নতুন এই ক‌মি‌টি‌কে স্বাগত জানায়।

ফরিদপুরে সালথা উপজেলা থেকে সংগঠনটির যাত্রা শুরু হলেও বর্তমানে সারাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের মাধ্যমে রক্ত ডোনেট হচ্ছে। “সালথা ব্লাড ডোনার্স ক্লাব ফরিদপুর” এর কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচালিত হয়। সংগঠনটির অন্যতম প্রধান কাজ হলো মানুষকে রক্তদানে উৎসাহিত করা। বর্তমানে সংগঠনটির ফেসবুক গ্রুপের মেম্বার সংখ্যা ২০০০। দেশের প্রায় সকল জেলায় এই ক্লাবের সদস্য রয়েছে। সংগঠনটির মাধ্যমে এই পর্যন্ত প্রায় ৮০০ জন রক্ত যোদ্ধা স্বেচ্ছায় রক্ত ডোনেট করেছেন।

রক্তদানের পাশাপাশি সংগঠনটি দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয়ভার বহন, বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে। সিলেটের ভয়াবহ বন্যার সময় সালথা ব্লাড ডোনার্স ক্লাব ফরিদপুরের সদস্যরা সুনামগঞ্জে প্রায় ৪০০ এর অধিক পরিবারে মূল্যবান ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে সশরীরে উপস্থিত হয়ে। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ ছিল ১.৫ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ৫০০ গ্রাম আখের গুড়, মোমবাতি ৩ পিছ, ১টি গ্যাস লাইট, খাবার স্যালাইন ৫ পিছ, ফিলমেট ৪০০ গ্রাম ২০ পিছ, খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৫০ পিছ, প্যারাসিটমল ২০ পিছ, কয়েল‌ ৪ পিছ, লেক্সাস বিস্কুট ছোট ১ প্যাকেট।

বিভিন্ন সময় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে মোটা অংকের সহযোগিতা প্রদান করে থাকে এই সংগঠনটি। মানুষের মুখে হাসি ফুটিয়ে তারা শান্তি পায়। এছাড়া সালথা উপজেলার বিভিন্ন স্থানে এরা ব্লাড গ্রুপ ক্যাম্বেইন এর ব্যবস্থা করে থাকে। সালথা ব্লাড ডোনার্স ক্লাব ফরিদপুরের মূল লক্ষ্য উদ্দেশ্য হল, সালথা উপজেলার প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত ব্যক্তিকে মানসিকভাবে রক্তদানে প্রস্তুত করে তোলা।

“সালথা ব্লাড ডোনার্স ক্লাব ফরিদপুর” এর নব‌ নির্বা‌চিত সভাপ‌তি মাওলানা আওলাদ হোসেন মিয়ার সা‌থে কথাা হ‌লে তি‌নি জানান, ক‌মি‌টি নির্বাচ‌নের মাধ‌্যমে আমা‌দের কাজ আরও বেগবান হ‌বে। আমা‌দের সকল সদস‌্যই খু‌বিই আন্ত‌রিক। সেচ্ছায় সেবার মাধ‌্যমে মানব সেবা ক‌রে জাতীয়ভা‌বে এ‌গি‌য়ে যে‌তে চাই। যা‌দের অক্লান্ত প‌রিশ্রমের মাধ‌্যমে যারা সংগঠন‌টি‌কে বর্তমা‌নে নি‌য়ে গে‌ছেন তা‌দের সক‌লের প্রতি ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি। সবাই আমা‌দের জন‌্য দোয়া কর‌বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.