সালথায় বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ) সকালে অত্র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র মাদ্রাসার সভাপতি সাংবাদিক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসম আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন শাহিন, সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মো: আসাদুজ্জামান শাকিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, সালথা উপজেলা শিক্ষা অফিসার নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বৌদ্ধ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহীদুল হাসান খান সোহাগ, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, খন্দকার রেজাউর রহমান চয়ন, আইন বিষয়ক সম্পাদক মো: নুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: সেলিম মোল্লা, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম জাফর, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সালথা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, অত্র মাদ্রাসার সুপার মাওলানা মো: মাহফুজুর রহমান প্রমূখ।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।