January 19, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় অ‌বৈধভা‌বে মা‌টি কাটার দায়ে ভ্রাম‌্যমান আদাল‌তে ৩ জ‌নের কারাদন্ড

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফরিদপু‌রের সালথায় রা‌তের অন্ধকা‌রে অ‌বৈধ ভেক‌্যু মে‌শিন দি‌য়ে মা‌টি কাটার দা‌য়ে ৩ জনকে ‌বিনাশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছে ভ্রাম‌্যমান আদলত। উপ‌জেলার বল্লভদী ইউ‌নিয়‌নের কামাই‌দিয়া এলাকায় বৃহস্প‌তিবার (২ মার্চ) দিবাগত রা‌ত সা‌ড়ে ১১টার দি‌কে মা‌টি কাটার সময় তা‌দের আটক ক‌রে কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হীন।

ভ্রাম‌্যমান আদালত সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে খবর আ‌সে, উপ‌জেলার বল্লভদী ইউ‌পির কামাই‌দিয়া এলাকায় অ‌বৈধ ভেক‌্যু মে‌শিন দি‌য়ে মা‌টি কাট‌ছি‌লো এক‌টি চক্র। সালথা থানা পু‌লি‌শের এসআই ফরহাদ হো‌সেনের নেতৃত্বে পুলিশ ও আনছার সদস‌্যদের এক‌টি বি‌শেষ টিম ঘটনাস্থলে পৌ‌ছে অবৈধভাবে মাটি খননের কাজে সম্পৃক্ত ৩ জনকে হাতেনাতে আটক ক‌রে।

আটককৃতরা হ‌লেন, স্থানীয় কামাই‌দিয়া এলাকার ন‌রেশ বিশ্বাসের পুত্র সমীর বিশ্ব‌াস (৪২) ও বিল্লাল শে‌খের পুত্র মোঃ আঃ শুকুর (২১) এবং ফ‌রিদপুর সদর উপ‌জেলার রামচন্দ্রপুর এলাকার বিজয় কুমার বিশ্বা‌সের পুত্র দুর্জয় কুমার বিশ্বাস (২১)। এসময় ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে আটককৃত‌দের প্রত্যেক‌কে ১৫‌দিন ক‌রে বিনাশ্রম কারাদন্ড দি‌য়ে ফ‌রিদপুর জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়।

উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী সাংবা‌দিক‌দের ব‌লেন, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে অ‌বৈধ ভেক‌্যু মে‌শিন দি‌য়ে মা‌টি খন‌নের সময় হা‌তেনা‌তে ৩ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.