নগরকান্দায় কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষনের উদ্বোধন
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা হল রুমে এব্যাপারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ ‘ এই শ্লোগানকে সামনে রেখে ২ মাস ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক খান মোঃ নাঈম, সহকারী পরিচালক ফ সারোয়ার মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুল আলম ও প্রশিক্ষনার্থীরা।
২০ জন পুরুষ ও ২০ জন নারী মোট ৪০ জন প্রশিক্ষনার্থীদের নিয়ে চলবে ২ মাস ব্যাপী এ প্রশিক্ষন।
ভ্রাম্যমাণ ভাবে প্রশিক্ষনের ব্যাবস্থাও থাকছে এ আয়োজনে।