নগরকান্দায় অগ্নিকান্ডে ছাগল ও মুরগিসহ ঘরবাড়ি পুড়ে ছাই
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় অগ্নিকান্ডে ৮ টি ছাগল ও ঘরসহ ২০টি মুরগী পুড়ে ছাই হয়েছে বলে জানাগেছে।
সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের মৃত শামসুল হক খন্দকারের ছেলে জামাল খন্দকারের ছাগল রাখা ঘরে অগ্নিকান্ড ঘটলে ঘরসহ ৮ টি ছাগল ও ২০ টি মুরগী সম্পুর্ন পুড়ে ছাই হয়েছে।
দেলবাড়িয়া গ্রামনিবাসী আইয়ুব আলী জানান রাত তিনটার দিকে ছাগল, মুরগী রাখা ঘরে অগ্নিকান্ড ঘটলে ঘরসহ ৮ টি ছাগল ও ২০ টি মুরগী পুড়ে সম্পুর্ন ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের গাড়ী আসলেও পথিমধ্যে ব্রিজ সরু থাকায় পার হতে না পাড়ায় স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ক্ষতিটা হয়েই যায়। ঘর, ছাগল মুরগী হারিয়ে প্রায় পাগল পরিবারের লোকজন।