বঙ্গবন্ধুর সমাধিতে আলফাডাঙ্গা মৎস্যজীবী লীগের নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নতুন কমিটির সদস্যবৃন্দ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে টুঙ্গিপাড়া পৌঁছায় দলটির নেতাকর্মীরা। পরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায় তাঁরা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহীদ সকল সদস্যের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী রবিউল ইসলাম, ১নং যুগ্ম আহ্বায়ক মো. ইরান মোল্যা, যুগ্ম আহ্বায়ক ইমরান মোল্যা, আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম টোকন, মো. হিটলার রহমান, মো. মারুফ, মো. হারেজ মোল্যাসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার (১৯ ফেব্রুয়ারী) রাতে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক মো. আছাদুজ্জামান পরশ, মো. মহিদুল ইসলাম ও উত্তম কুমার মালোর যৌথ স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।