সালথা সরকারি প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠি
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা সদরে অবস্থিত সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের আয়োজনে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন। এসময় আরও উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ বজলুর রহমান, কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শিরিন মহল সুলতানা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা খানম প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুর রহমান।