সালথায় জাতীয় পরিসংখ্যান দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় পরিসংখ্যান দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ অাক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় অারও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো সালাহউদ্দিন অাইয়ূবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস অারা ডলি, জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মদ তোতা মিয়া, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী নাইম হোসেন প্রমূখ। ।অলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তারা জাতীয় জীবনে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন পাশাপাশি পরিসংখ্যান ও তথ্য ব্যাবস্থাপনা খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।