আলফাডাঙ্গার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
1 min readআলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন, পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।
বিদ্যালয়ের সভাপতি আবুল কাইয়ুম শিকদারের (হারুন মিয়া) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান, পাঁচুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান (জাফর মিয়া) ও ফেমাস জুয়েলার্সের পরিচালক শরাফত সিকদার লিটু প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিকুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, বিশিষ্ট শিল্পপতি কাজী শহিদুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতার পরদিন ২৮ ফেব্রুয়ারি সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।