নগরকান্দার ধুতরাহাটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রকৌশলী পিডিবি (অবঃ) আলহাজ্ব আঃ কুদ্দুস মোল্যা, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এসকেন্দার আলী মৃধা, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, বিদ্যালয়ের কমিটির সদস্য বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ। বিকালে অতিথি বৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সকল বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন আয়োজনের মধ্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা মোড়গ লড়াই, অন্ধের হাঁড়িভাঙ্গা ও যেমন খুশি তেমন সাজো উপস্থিত অতিথি ও দর্শকদেরকে দারুণ ভাবে আনন্দ দিয়েছে।