October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

নগরকান্দায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

1 min read

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজ, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও বিলগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজ কমিটির সভাপতি সরদার সাইফুজ্জামান বুলবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষ, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, সাংবাদিক বেলায়েত হোসেন লিটন, মিজান বাবু, নিজাম নকীব, শফিকুল ইসলাম মন্টু, মিজানুর রহমান, শফিকুল খান জনি, যুবলীগ নেতা সাব্বির ইবনে জামান প্রমুখ।
এছাড়া ও  আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজের উপাধ্যক্ষ মোঃ শাজাহান সরদার, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষিক কাজী নজরুল ইসলাম, বিলগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম, উভয় বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ। সকল বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন আয়োজনের মধ্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা মোড়গ লড়াই, অন্ধের হাঁড়িভাঙ্গা ও যেমন খুশি তেমন সাজো উপস্থিত অতিথি ও দর্শকদেরকে দারুণ ভাবে আনন্দ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.