চরভদ্রাসনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন
1 min readরাকিব হোসেনঃ
ফরিদপুরের চরভদ্রাসনে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা’র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্ধোধন ঘোষনা করেন, ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার হোসেন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. জিয়ারুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, স্থানীয় আ’লীগ নেতা মাহফুজুর রহমান মুরাদ প্রমূখ।
জানাযায়, মেলায় ৫০ টি স্টল বসানো হয়। এসব স্টলের মধ্যে গাভী, ষাঁড়, ছাগল, হাঁস, মুরগি, খরগোশ, কবুতর পাখি ও বিভিন্ন প্রকার ভেটেনারী ঔষধ প্রদর্শন করা হয়।
পরে অতিথিরা বিভিন্ন স্টল প্রদর্শনী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।