সমাজ সেবায় অবদান রাখায় আন্তজার্তিক মাতৃভাষা সম্মাননা পদক পেলেন চেয়ারম্যান শাহিন
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ সমিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক আয়োজিত আন্তজার্তিক মাতৃভাষা সম্মাননা- ২০২৩ পেয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুর রহমান শাহিন। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
ঢাকার বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ সমিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক মাাতৃভাষা দিবস উপলক্ষে একুশ আমার অহংকার শির্ষক আলোচনা সভায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এই সম্মাননা পান খোন্দকার সাইফুর রহমান শাহিন।
খোন্দকার সাইফুর রহমান শাহিন একজন সফল রাজনীতিবিদ, বর্তমানে তিনি সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি। শাহিন এই প্রাপ্তি তার ইউনিয়নের সকল জনগণ ও সহকর্মীকে উৎসর্গ করেন। এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি রাজনীতি ও সমাজ সেবায় অবদান রাখায় সার্ক কালচারাল এ্যাওয়ার্ড পান চেয়ারম্যান শাহিন।
খোন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, রাজনীতি ও সমাজ সেবা ক্ষেত্রে সকলের কাজের সুযোগ আরও বৃদ্ধি করতে হবে। এধরনের সম্মাননা সবাইকে এগিয়ে যেতে আরও উৎসাহিত করে। আমাকে এই সম্মাননা দেওয়ায় আমি বাংলাদেশ সমিলিত সাংস্কৃতিক সোসাইটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সমাজসেবা ও রাজনীতেতে সকল সহকর্মীকে ধন্যবাদ জানাই।
আলোচনা সভা ও সাংস্কৃৃৃৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ব্যাংকের গভর্ণর এডভোকেট মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এডভোকেট মীর হাসমত আলী সহ বাংলাদেশ সমিলিত সাংস্কৃতিক সোসাইটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।