ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
1 min read
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুর শহরের স্কুলের মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে।
উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আসজাদ, উদ্যোক্তা তানিয়া পারভিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণের কর্মকর্তা ডক্টর তাসলিমা আক্তার।
এতে মোট ৩৪ টি স্টল অংশগ্রহণ করে।
এছাড়া গাভী ,ষাড়, হাঁস-মুরগি পালন ও ছাগল পালনে অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান পুরস্কার প্রাপ্তদের পুরস্কৃত করা হয়। এছাড়া দুটো এনজিকেও এ পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়া দীপ্ত কৃষি পদকে সফলতা অর্জন করায় উদ্যোক্তা তানিয়া পারভিন কে ও বিশেষ পুরস্কার দেওয়া হয়।
এর আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।