সালথার বল্লভদীতে মাদক-সন্ত্রাস বিরোধী ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথার ৮নং বল্লভদী ইউনিয়নে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও বাল্য বিবাহ বিরোধী এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স ইউনিয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বল্লভদী ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন বল্লভদী ইউনিয়ন পরিষদে পৌছলে পরিষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দোকার সাইফুর রহমান শাহিনের সভাপতিত্বে এসময় অারো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল মোল্যা, বল্লভদী ইউনিয়নের অাওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্যা, ইউপি সচিব সেলিম লস্কর প্রমূখ।এছাড়াও অত্র ইউপির সদস্যরা উদ্যোক্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বল্লভদী ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গ্রাম পুলিশ, ইমাম এবং শিক্ষার্থীদের সমন্বয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং জন্ম ও মৃত্যুর সাথে সাথে দ্রুত নিবন্ধনের বিষয়ে মতবিনিময় করা হয়। শান্তিপূর্ণ সালথা গঠনে স্থানীয় ব্যক্তিবর্গের দায়িত্ব ও কর্তব্য পালনে এবং অনাবাদি কৃষি জমি চাষাবাদে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।