সালথার চান্দাখোলা মিনাজদিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
1 min readসালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মিনাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অত বিদ্যালয়ের আয়োজনে বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শুভ-উদ্ভোধন করে সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্ল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন। আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, পল্লী উন্নয়ন অফিসার আজাদুর রহমান। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সালথা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা রবিউল আলম, সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়েীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ অতিথিগন, এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্টানের শেষ হয়।