নগরকান্দায় খোলাচোখ পত্রিকার বর্ষপুর্তিতে কেক কাটলেন এমপি লাবু চৌধুরী
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা হতে একমাত্র প্রকাশিত দৈনিক খোলাচোখ পত্রিকার তৃতীয় বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ।
২০১৯ সালের ২১ শে ফেব্রুয়ারীতে জনপ্রিয় এই পত্রিকা দৈনিক খোলাচোখ পত্রিকা দৈনিক হিসেবে আত্নপ্রকাশ করে।
এর আগে দীর্ঘ বছর দৈনিক খোলাচোখ পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে সারাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে।
বর্তমানে দৈনিক খোলাচোখ পত্রিকাটির সুনাম সারাদেশে বিরাজমান।
দৈনিক খোলাচোখ কথা বলে অবহেলিত মানুষের। এক কথায় দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। রয়েছে সারাদেশে পত্রিকার এক ঝাঁক সিনিয়র সাংবাদিক।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।