ফরিদপুর জেলা আ:লীগের উপদেষ্টা নির্বাচিত হলেন মেজর (অবঃ) আতমা হালিম
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বর্তমান ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামীলীগ। পূর্ণাঙ্গ এই কমিটির উপদেষ্টা সদস্য নির্বাচিত হয়েছেন মেজর (অবঃ) আতমা হালিম দুলু। গত ৯ জানুয়ারি দলটির সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি) স্বাক্ষরিত বাংলােদেশ আওয়ামীলীগের প্যাডে এই তথ্য পাওয়া যায়।
পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শামিম হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শাহ মোঃ ইসতিয়াক হোসেন আরিফ।
মেজর (অবঃ) আতমা হালিম দুলু একজন প্রবীণ নিবেদিত প্রাণ আওয়ামীলীগ নেতা। শুধুমাত্র আওয়ামীলীগের রাজনীতি করার কারনে বিভিন্ন সময়ে হামলা-মামলা শিকার হয়েছেন। দলটির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন সময়য়ে আন্দোলন সংগ্রাম ও দেশ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশের দূর্যোগ কালিস সময় ছাড়াও করোনাকালিন সমেয়ে ফদিরপুর সহ বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র মানুষতে সাহায্য সহযোগিতা করেছেন।
বিশিষ্ট শিল্পপতি ও ব্যাবসায়ী নিবেদিত প্রাণ আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম দুলু এর আগে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি।
এদিকে মেজর (অবঃ) আতমা হালিম দুলু জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হয়েছেন, এই খবর তার নির্বাচনী এলাকা ফরিদপুর-২ তে পৌছলে নেতাবৃন্দ ও তার কর্মী সমর্থকেরা নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। চেয়ে দলটির সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ দিয়ে কর্মী সমর্থকেরা আগামী সংসদ নির্বাচনে মেজর (অবঃ) আতমা হালিম দুলু কে ফরিদপুর-২ আসনের নৌকার মাঝি হিসেবে দেখতে চেয়েছেন।
এই বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত উপদেষ্টা সদস্য মেজর (অবঃ) আতমা হালিম দুলু বলেন, আমাকে ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য নির্বাচিত করায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাইসহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ফরিদপুর-২ আসনের সর্বস্তরের জনগণ ও আমার কর্মী সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, মুজিব আদর্শকে সামনে রেখে মা মাটি মানুষের নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা কে অব্যাহত রাখতে কাজ করে যেতে চাই। আপানারা সবাই আমার জন্য দোয়া করবেন।বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই।