ফরিদপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরের ব্রহ্ম সমাজ সড়কে ফরিদপুর এর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকালে সংগঠনের আহবায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গির সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম- সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদার্রেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচীতে নেতৃবৃন্দ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
এছাড়া প্রধান অতিথির ভাষণে শামসুজ্জামান দুদু আগামী ২৫ ফেব্রুয়ারী দেশের প্রতিটি জেলায় তাদের ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এর আগে কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন স্থান থেকে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল সহকারে উপস্থিত হন।