পাঁচুরিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান
বেলায়েত হোসেন লিটনঃ
পাঁচুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইস প্রতিরোধক দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলার ৮নং সরকারী পাঁচুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারী ভাবে করোনার টিকা (দ্বিতীয় ডোজ) দেওয়া হয়।
এর আগে যাদেরকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিলো কেবল মাত্র তাদেরকেই দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়।
পাঁচুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি নাসরিনের উপস্থিতিতে শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হয়।
প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২১৯ জন শিক্ষার্থীদেরকে এ টিকা দেওয়া হয়।
এসময় বিদয়ালয়ের সকল শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক লিপি নাসরিন বলেন ছোট ছোট কোমলমতি শিশুদেরকে গুরুত্বপূর্ণ এ টিকা দেওয়ায় ভালো লাগছে।
দুবছর আগে এই মরণব্যাধি করোনা মারাত্মক আকার ধারণ করেছিলো। যা এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
তবে এই টিকা নেওয়ার খুবই প্রয়োজন ছিলো।
আজ সেটা দ্বিতীয় ডোজ সম্পন্ন হলো। বাকী ডোজগুলোও সময় মতো দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।