সৈয়দা সাজেদা চৌধুরী আন্তঃ ইউনিয়ন ভলিবলে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের জয়লাভ
1 min read
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরী আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টের রোববারের খেলায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন ২৫- ১১, ২৫- ১৫ ও ২৫-২০ পয়েন্টে ফুলসুতি ইউনিয়নকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রোববার বিকালে মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্ণামেন্ট কমিটির সভাপতি মোঃ মঈনুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস – চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, কামরুজ্জামান সাহেব ফকির, কাইমুদ্দীন মন্ডল, সাংবাদিক বোরহান আনিস, বেলায়েত হোসেন লিটন, শফিকুল ইসলাম মন্টু, নাসির হোসেন, যুবলীগ নেতা সাইফুজ্জামান বিপ্লবসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
খেলায় তৃতীয় সেটে প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ খেলা উপভোগ করেন অতিথি বৃন্দ ও দর্শকেরা।
উভয় দলেই দেশের বরেণ্য খেলোয়াড়েরা অংশগ্রহন করে।