ফরিদপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে মাসিক জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর – ৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, পুলিশ সুপার মোঃ শাহজাহান , ফরিদপুর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম-পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, জেলা সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামন সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুূ মাতুব্বরসহ সকল উপজেলা চেয়ারম্যান এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ফরিদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।