নগরকান্দায় বিএনপির পদযাত্রার বিরুদ্ধে জেলা মৎস্যজীবিলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ইউনিয়ন পদযাত্রা পালনের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে ফরিদপুর জেলা মৎস্যজীবিলীগ।
শনিবার বিকালে উপজেলার তালমা মোড় ডেইরী ফার্মগেটে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহানের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পূর্বঘোষিত শনিবারে বিএনপির দেশ ব্যাপী ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা।
তারই অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ ও একই দিনে শান্তি সমাবেশের ডাক দেয়।
সেই লক্ষে মৎস্যজীবিলীগ এ শান্তি সমাবেশ করে।
এসময় মৎস্যজীবিলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান দ্বিতীয় বার প্রেসিডিয়ামের সদস্য হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মৎস্যজীবিলীগের ফরিদপুর জেলা আহ্বায়ক কাজী আব্দুস সোবহান ও নেতা কর্মীরা।