নগরকান্দায় দুটি ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলাধীন নগরকান্দা জিসি- চাঁদহাট সড়কে ৪৪৫০ মিটার চেইনেজে ৪৮৮০ মিঃ আরসিসি ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
৪ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৯৪৯ প্রাকল্লিত মূল্য টাকা ব্যয়ে নির্মাণ হবে এ কাজ। উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি ব্রিজের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের রুঘুরদিয়া বাজার মাঠ সংলগ্ন মাঠে এলজিডির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফকির, মৎস্যজীবীলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, যুবলীগ নেতা আফজাল হোসেন, ওয়াসিম জাফর, আশরাফ মিয়া, সাইফুজ্জামান বিপ্লব, আব্দুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন যেসকল বিষয়ে মানুষ স্বপ্নও দেখে নাই। সেসকল বিষয় কিন্তু বাস্তবে কাজ করে দেখিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ, অথ্যাৎ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।তার উদাহরণ পদ্মা সেতু।
সৈয়দা সাজেদা চৌধুরী আপনাদের অনেক আদরের নেত্রী ছিলেন, আমি তার সন্তান। তার রেখে যাওয়া অসম্পন্ন কাজগুলো আমি করে যাবো ইনশাআল্লাহ।
এই দেশের নেতৃত্ব আমরাই দিবো, আওয়ামিলীগই এ দেশের নেতৃত্বই দিবে। তিনি আরো বলেন সরকার পরিবর্তন করার একমাত্রই নির্বাচনের মাধ্যমেই সম্ভব।
আর আমরা সেটা নির্বাচনে ভোটের মাধ্যমেই প্রমান করবো। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল মোল্যা।