ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে রনকাইল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে সদর উপজেলার রনকাইল উচ্চ বিদ্যালয় ও রনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ শেষে জনপ্রিয় সংগীত শিল্পী কাজী শুভ ও সুমি সবনম এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
দিনব্যাপী দৌড়, লৌহ গোলপ নিক্ষেপ, বালিশ বদল, দীর্ঘ লম্ফ, মোরগ লড়াই, ব্যাঙ দৌড়, পাখি উড়া, ঝুড়িতে বল নিক্ষেপ, মশাল দৌড় সহ নানা ধরণের প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। এরপর বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলাধুলা ও সংগীত অনুষ্ঠানের মাধ্যমে নানা বয়স ও নানা শ্রেণী পেশার মানুষের মাঝে সম্প্রীতি তৈরী হয়।
রনকাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, ফরিদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল প্রমূখ।
এছাড়াও রনকাইল উচ্চ বিদ্যালয় ও রনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও শিক্ষক মন্ডলি এবং স্থানীয় গণ্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।