নগরকান্দায় ইজিবাইকসহ ছিনতাইকারী আটক
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় এক ইজিবাইক ছিনতাইকারীকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
সোমবার রাতে নগরকান্দা বাজার হতে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার সময় উপজেলা সদরের সাব-রেজিস্ট্রী অফিসের সামনে হতে স্থানীয় জনগণ ধাওয়া করে ইমারত মোল্যা নামের একজনকে একটি ইজিবাইকসহ আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ইজিবাইকের চালক উপজেলার ছোট পাইককান্দী গ্রামের মৃত মনির শেখের ছেলে রমজান শেখকে মারপিট করে ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালকের চিৎকারে আশে পাশের লোকজন ছিনতাইকারীকে আটক করে উত্তোমমাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
ইমারত মোল্যা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গুপ্তরগাতি গ্রামের খোকা মোল্যার ছেলে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন ইমারত মোল্যা বিভিন্ন এলাকায় গিয়ে সুযোগ বুজে ইজিবাইকের চালকদেরকে কৌশলে বোকা বানিয়ে বা আহত করে ইজিবাইক চুরি বা ছিনতাই করে নিয়ে যায়।
ইমারতকে বিজ্ঞ আদালতে পাঠানোর হয়েছে।