January 23, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

রাজনীতি ও সমাজ সেবায় অবদান রাখায় সার্ক হিউম্যানিটি এ্যাওয়ার্ড পেলেন চেয়ারম‌্যান শা‌হিন

1 min read

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

সার্ক কালচারাল পরিষদ কর্তৃক আয়োজিত সার্ক হিউম্যানিটি এ্যাওয়ার্ড- ২০২৩ পেয়েছেন ফরিদপুর সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুর রহমান শা‌হিন । রাজনীতি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ তা‌কে সম্মাননায় ভূষিত করা হয়। ঢাকার বিজয়নগর হোটেল অরনেট (থ্রি স্ট্রার হোটেল) এ অনুষ্ঠিত সার্ক কালচারাল পরিষদের আয়োজনে ২১ জানুয়া‌রি এই সম্মাননা পান তিনি। এবছর বাংলাদেশ থেকে রাজনীতি ও সমাজ সেবা ক্যাটাগরিতে এ এ্যাওয়ার্ড পান খোন্দকার সাইফুর রহমান শা‌হিন।

খোন্দকার সাইফুর রহমান শা‌হিন একজন সফল রাজনীতিবিদ, বর্তমানে তিনি সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি। শা‌হিন এই প্রাপ্তি তার সকল পুরুষ সহকর্মীকে উৎসর্গ করেন।

সম্মাননার খোন্দকার সাইফুর রহমান শা‌হিন বলেন, রাজনীতি ও সমাজ সেবা ক্ষেত্রে সক‌লের কাজের সুযোগ আরও বৃদ্ধি করতে হবে। এধরনের সম্মাননা সবাই‌কে এগিয়ে যেতে আরও সাহায্য করবে। আমাকে এই সম্মাননা দেওয়ায় আমি সার্ক কালচারাল পরিষদের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সমাজ‌সেবা ও রাজনী‌তে‌তে আমার সকল সহকর্ম‌ীকে ধন‌্যবাদ জানাই।

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্ট কোর্টের মহামান্য বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্ক কালচারাল পরিষদের প্রধান উপদেষ্টা বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া, উপদেষ্টা ভাষাসৈনিক লায়ন শামসুল হুদা, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মলিক প্রমুখ। এছাড়াও বি‌ভিন্ন সামা‌জিক ও রাজ‌নৈ‌তিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.