নগরকান্দায় মোটরসাইকেল ও নসিমন মুখোমুখি সংঘর্ষ-যুবলীগ নেতা গুরুতর আহত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল ও নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় মোটরসাইকেল চালক যুবলীগ নেতা মোঃ সোহাগ শেখ (২৭) গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানাগেছে।
সোহাগ শেখ আইনপুর গ্রামের ইনসুর শেখের পু্ত্র।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কালীবাড়ী নামক স্থানে মোটরসাইকেল চালিয়ে ফরিদপুরে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় সোহাগ শেখ গুরুতর আহত হয়।
তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থান্তর করা হয়।
সোহাগ শেখের পিতা লস্করদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইনসুর শেখ এব্যাপারে বলেন সোহাগের ডান পা ভেঙ্গে গেছে, সোহাগকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাচ্ছি।