সালথায় অসহায়দের মাঝে নন্দিতা সুরক্ষার শীতবস্ত্র বিতরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গরীব, অসহায় শীতার্তদের মাঝে আমাল ফাউন্ডেশন আর্থিক সহায়তা উন্নয়ন সংগঠন নন্দিতা সুরক্ষা এর যৌথ উদ্যোগে বুধবার সকাল ১০টায় উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের মাঠে গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি, নন্দিতা সুরক্ষার সদস্য আবিদ শরিফ আমির, নুরুল হুদা, আফসানা মিমি প্রমুখ।