February 17, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

নগরকান্দায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

1 min read

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুরের নগরকান্দায় সাবেক রাস্ট্রপতি প্রায়ত জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে লস্করদিয়া শামা ডেইরি ফার্ম মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এ সময় শামা ওবায়েদ ইসলাম বলেন, নিত্য পন্যের মূল্যবৃদ্ধি জনগণের বুকে পাহাড় সমান বোঝা হয়ে গেছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাত ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার।
মানুষের কথা না ভেবে স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে তারা জনগণের ঋণের বোঝা আকাশচুম্বী করেছে। বিদ্যুতের পর এখন গ্যাসের দাম বাড়ল। চুরি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনা আড়াল করতেই দাম বৃদ্ধির এ মরণ ফাঁদ তৈরী করছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহামুদুল হাসান মিরান, শ্রমিকদলের সভাপতি মাসুদ রানাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.