নগরকান্দায় গাড়ীর সাথে শত্রুতা দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো প্রাইভেট কার
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় গাড়ীর সাথে করেছে শত্রুতা, রাতে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো একটি প্রাইভেট কার।
শনিবার দিবাগত রাতে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাইভেট কারের মালিক রাধানগর গ্রামের মোতাহার মোল্যা। এব্যাপারে মোতাহার মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় মোতাহার মোল্যা নিজ বাড়ির আঙ্গিনায় ঢাকা মেট্রো খ ১২-৪৫১৫ নাম্বারের প্রাইভেটকারটি রেখে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কে বা কাহারা পেট্রোল ঢেলে গাড়িটি পুড়িয়ে দেয়।
মোতাহার মোল্লা বলেন, রাত আনুমানিক ২টার দিকে ঘরের পাশে মানুষের আনাগোনা শুনতে পাই।
দরজা খুলে বের হয়ে দেখি আমার গাড়িতে আগুন জ্বলছে। আমার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ততক্ষণে গাড়ির সামনের অংশ ইঞ্জিন পুড়ে ভস্মীভূত হয়।
এ সময় গাড়ির পাশ থেকে প্লাস্টিক বোতলে কিছু পেট্রোল পাই।
ধারণা করা হচ্ছে পেট্রোল গাড়িতে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।