October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

নগরকান্দায় জেলা পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুরের নগরকান্দায় আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত হতদরিদ্রদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া আশ্রায়ণ প্রকল্পের মাঠে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম সেবা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ  করেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা হোসেন খান, এস আই পিযুষ কান্তি হাওলাদার, গোলাম কিবরিয়া, নাজমুল হোসেন, ইউপি সদস্য কামরান হোসেন, ডিএসবির সদস্য হাফিজুর রহমান প্রমুখ।
পুলিশ সুপার শাহাজাহান বলেন ধনী গরীব শীত সকলেরই লাগে। এই হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনের করছি।
সকল বিত্তবানদের এ কাজে এগিয়ে আসারও আহ্বান জানান, মানব সেবায় সবাইকে শরীক হওয়ারও আহ্বান জানান তিনি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন আমাদের পুলিশ সুপার স্যার মানবিক অফিসার, তার এধরণের কাজ জেলার সকল থানায় অব্যাহত রাখছেন।
আশ্রায়ণে বসবাসরত হতদরিদ্ররা কম্বল পেয়ে মহা খুশি,
চেয়ারম্যান মোস্তফা হোসেন খান বলেন এই প্রচন্ড শীতে একটি কম্বল শীত নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.