আলফাডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল ‘ঐতিহ্যে গোপালপুর’
1 min read
কবীর হোসেনঃ
ইনফাক ওয়েলফেয়ার সোসাইটি পাঠাগার সহযোগিতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ‘ঐতিহ্যে গোপালপুর’ নামক সংগঠনটি
শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
শনিবার (১৪ জানুয়ারী) সকাল ১০ টায় দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকা অবস্থিত আনোয়ারা শিশুপল্লী একাডেমি মাঠে এ কম্বল বিতরণ করা হয়েছে।
ঐতিহ্যে গোপালপুর সংগঠনটির সম্পাদক এম এ মুসা খানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন , গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, ক্যাবের দপ্তর সম্পাদক মানবাধিকার কর্মী সাংবাদিক মিয়া রাকিবুল ও সংগঠনটির সমন্বয়ক ফেরদৌস খান প্রমুখ।
অসহায় মানুষের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র হিসেবে উপহার দেন ঐতিহ্য গোপালপুর নামক সংগঠনটি। আর এ ধারাবাহিকতায় সংগঠনটি শক্তিশালীর পাশাপাশি উষ্ণতার পরশ অসহায় মানুষের বিপ্লব ঘটাবে বলে মনেপ্রাণে বিশ্বাস করে ঐতিহ্য গোপালপুর সংগঠনের কর্মীরা।