October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় উন্নত শিক্ষার প‌রি‌বেশ বি‌নির্মা‌ণে প্রধান শিক্ষক‌দের সা‌থে ইউএনও`র মত‌বি‌নিময়

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

শিক্ষা নি‌য়ে গড়‌বো দেশ, শে‌খ হা‌সিনার বাংলা‌দেশ এই প্রতিপাদ‌্য বিষ‌য়কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জে‌লায় প্রাথমিক বিদ্যালয়ে উন্নত শিক্ষার পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও মা‌সিক সমন্বয় সভা ক‌রে‌ছেন সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন।

উপ‌জেলা শিক্ষা অ‌ফি‌সের আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার বেলা ১১টার দি‌কে উপ‌জে‌লা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা শিক্ষা অ‌ফিসের যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নই মত‌বিনিময় সভার আ‌লোচ‌্য বিষয়।

এসময় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন ব‌লেন, উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোকে যুগোপযোগী করে তোলার লক্ষ্যে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগের সফল বাস্তবায়ন আমাদের উদ্দেশ্য। আমরা সুন্দর ও আদর্শস্থানীয় বিদ্যালয়ের পরিবেশ তৈরির পাশাপাশি অভিভাবকদের যত্নশীল করে তোলার প্রচেষ্টায় কাজ করে যাব।

তি‌নি আরও ব‌লেন, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় বৃহৎ উন্নয়নের পথে হাঁটতে চাই, বৃহৎ পরিকল্পনায় ক্ষুদ্র উন্নয়নের উল্লাস আমাদের থেকে দূরে থাকুক এই হোক আমাদের অঙ্গীকার।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার মোঃ নিয়ামত হো‌সেন, সহকার‌ী শিক্ষা অ‌ফিসার বজলুর রতমান, কৃষ্ণচন্দ্র চক্রবর্তী। এছাড়াও উপ‌জেলার প্রথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান ‌শিক্ষকগণ উপ‌স্থিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.