নগরকান্দায় সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমীর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমী (এম এন একাডেমীর) নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া।
চলতি বছরে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লটারীতে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয়েছে সেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।