সালথায় সৈয়দা সাজেদা চৌধুরী স্মৃতি ব্যাটমিন্টন টুনামেন্ট-২০২৩ অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় সৈয়দা সাজেদা চৌধুরী স্মৃতি ৮দলীয় ব্যাটমিন্টন টুনামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হোসাইন আলীর আয়োজনে ইউসুফ দিয়া উত্তরপাড়ায় বৃহস্পতিবার রাতে এই ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়। টুনামেন্টে বারখাদদিয়া প্রথম ও ইউসুফদিয়া দ্বিতীয় স্থান লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হোসাইন আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ খান রাজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম মুন্সী, ভাওয়াল ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ শাকিল হোসেন, পলাশ সরদার, নিলয় হোসেন, রানা মোল্লা, আমিনুর মোল্লা প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। এছাড়াও বর্তমান যুব সমাজ কে দেশ সেবায় অংশগ্রহণের মাধমে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কথা বলেন।