সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষে আহত -১০

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলি নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১লা জানুয়ারি) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জগন্নাথদী এলাকায় ইউপি সদস্য সজিব চৌধুরী ও সাবেক ইউপি সদস্য ওলিয়ার শেখের সাথে গ্রাম্য দলাদলি ও বিরোধ চলে আসছে। কয়েকদিন আগে ওলিয়ার শেখের এক সমর্থক সজিব চৌধুরীর দলে যোগ দেয়। বিষয়টি নিয়ে শনিবার রাতে দুদলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাটি নিয়ে রবিবার সকালে উভয় পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
বেশ কিছুক্ষণ চলা এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয় বলে জানা যায়, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের বিষয়ে কোন পক্ষের বক্তব্য পাওয়া যায় নাই।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।