October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় নতুন বই পে‌য়ে প্রধানমন্ত্রী‌কে ধন‌্যবাদ জানা‌লো ২য় শ্রেনীর শিক্ষার্থী ফা‌তেমা

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

বিনামূ‌ল্যে নতুন বই পে‌য়ে বর্তমান সরকা‌রের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কে ধন‌্যবাদ জা‌নি‌য়ে‌ছে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার ২৮ নং ইউসুফ‌দিয়া সরকা‌রি প্রাথ‌মিক ‌বিদাল‌য়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ফা‌তেমা আক্তার। র‌বিবার (১লা জানুয়ারী) বেলা ১১টার দি‌কে ইউসুফ‌দিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে নতুন বই পে‌য়ে ফা‌তেমা তার অ‌ভিব‌্যা‌ক্তি প্রকাশ ক‌রে।

এসময় ফা‌তেমা আক্তার সাংবা‌দিক‌দের ব‌লে, আ‌মি নতুন বই পে‌য়ে‌ছি, স‌্যাররা আমা‌দের কাছ থে‌কে কোন টাকা পয়শা নেয় নাই। নতুন বই পে‌য়ে আ‌মি অ‌নেক খু‌শি হ‌য়ে‌ছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনা‌কে ধন‌্যবাদ। এসময় অত্র বিদাল‌য়ের ২য় শ্রেণীর আ‌রেক শিক্ষার্থী তানজীম হো‌সেনসহ নতুন বই পে‌য়ে অন‌্যান‌্য শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রী‌কে ধন‌্যবাদ জানায়।

এক‌টি আ‌লোর কণা দি‌য়ে লক্ষ প্রদীপ জ্ব‌লে, এক‌টি শিশু শিক্ষা পে‌লে বিশ্ব জগৎ মে‌লে এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ইউসুফ‌দিয়া আব্দুল আলী এবং নাজীমউ‌দ্দিন উচ্চ বিদ‌্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থী ও‌ ইউসুফ‌দিয়া সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের ৩১৯ জন শিক্ষার্থীর মা‌ঝে বিনামূ‌ল্যে বই বিতরণ করা হয়।

ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফারুকুজ্জামান ফ‌কির মিয়ার সভাপ‌তি‌ত্বে এসময় দু‌টি বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী‌দের হা‌তে নতুন বই তু‌লে দেন উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জিব রায়। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন সহকারী উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার বজলুর রহমান, ইউসুফ‌দিয়া আব্দুল আলী এবং নাজীমউ‌দ্দিন উচ্চ বিদ‌্যালয়ের প্রধানশিক্ষক শাহআলম হো‌সেন, ইউসুফ‌দিয়া সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের প্রধানশিক্ষক মাইনুল ইসলাম, সালথা প্রেসক্লা‌বের যুগ্ম আহ্বায়ক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, ইউসুফ‌দিয়া আব্দুল আলী এবং নাজীমউ‌দ্দিন উচ্চ বিদ‌্যালয়ের অ‌ভিভাবক সদস‌্য নুরুল ইসলাম প্রমূখ।

উপ‌জেলা পর্যা‌য়ে শিক্ষার্থী‌দের মা‌ঝে বই বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প‌রিচালনা পর্ষ‌দের সভাপতি মোঃ আক্তার হোসেন শাহীন। চল‌তি বছর উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসাসহ অন্যান্য স্কুলের মোট ৩১ হাজার ৭১৯ জন শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন পাঠ্যপুস্তুক বিতরণ করা হয়েছে।

এসময় সালথা ম‌ডেল মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, সালথা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ আনজুমান আরা খানম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.