নগরকান্দায় বই বিতরণ উৎসব দিবস অনুষ্ঠানের উদ্বোধন
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে পহেলা জানুয়ারী ফরিদপুরের নগরকান্দায় বই বিতরণ উৎসব দিবসের উদ্বোধন করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বই উৎসব পালন করা হয়েছে।
রোববার সকালে জেলার নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী মহেন্দ্র নারায়ণ (এম এন) একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বই উৎসব দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, জালাল উদ্দীন সরদার, নাসির মাহমুদ, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন, শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক জানান, এ বছর উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিকে ১২ লাখেরও বেশি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
যার কার্যক্রম বছরের প্রথমদিন থেকে শুরু হয়েছে।
বই পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক সবাই খুশি বলে জানান তারা।
এছাড়া ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব দিবসের উদ্বোধন করেন অতিথি বৃ্দ।