নগরকান্দা আইডিয়াল স্কুলের বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা সদরে অবস্থিত নগরকান্দা আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক এস এম তারিক আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা এম এন একাডেমির সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, স্বাগত বক্তব্য দেন এম এন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফকির সিরাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মুরুটিয়া পুড়াগোদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাসউদ আব্দুল্লাহ, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাংবাদিক শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম তুহিন, শফিকুল ইসলাম মন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।
স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রতি শ্রেনীতে প্রথম ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষর্থীদের মাঝে ফলাফল পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।