January 25, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় গ্রা‌মের বা‌ড়ি‌তে ছাত্রলীগ নেতা এএসএম ফেরদাউস কে সংবর্ধনা

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ-সভাপতি এএসএম ফেরদাউস কে তার গ্রা‌মের বা‌ড়ি ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় সংবর্ধনা দেওয়া হ‌য়ে‌ছে। স্থানীয় উপ‌জেলা ছাত্রলীগের আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার (২২) ডি‌সেম্বর বিকা‌লে ফেরদাউ‌সের বা‌ড়ি‌তে ও মিতালী বিদ‌্যা নি‌কেত‌নের মা‌ঠে এই সংবর্ধনা দেওয়া হয়।

এএসএম ফেরদাউস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত। তি‌নি সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ঢাবিস্থ নগরকান্দা সালথা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। এএসএম ফেরদাউস এর বাবা মরহুম মাওলানা মোহাম্মদ মতিয়ার রহমান পেশায় শিক্ষক ছিলেন, তি‌নি আইনপুর আলিম মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। ফেরদাউ‌সের দাদা মরহুম উজ্জল বিশ্বাস সা‌বেক ইউ‌পি সদস‌্য ছি‌লেন।

আবু সালেহ মোহাম্মদ ফেরদাউস করোনা কা‌লিন সম‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আহবা‌নে সাড়া দি‌য়ে অসহায়‌দের মা‌ঝে খাদ‌্য সামগ্রী সহায়তা ক‌রে‌ছেন, বিভিন্ন সামাজিক সংগঠ‌নের সা‌থে থে‌কে সামা‌জিক কর্মকান্ড প‌রিচালনা ক‌রে‌ছেন। তরুন প্রজন্মকে উচ্চশিক্ষায় উদ্ভুদ্ধকরণে তার নিজ উপজেলার প্রতি‌টি ইউনিয়নে সেমিনার ক‌রে‌ছেন। বি‌ভিন্ন সম‌য়ে গাছের চারা বিতরণ ক‌রে‌ছেন।

এসময় উপজেলা ছাত্রলীগের পক্ষে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোহাম্মাদ সাকিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল বাশার, সাংগঠনিক সম্পাদক, তালহা ইসলাম রাব্বির। স্থানীয় গন্যমান্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন মিতালি বিদ্যানিকেতন এর সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জাফর, সিনিয়র শিক্ষক ওবায়দুর রহমান, ইউপি সদস্য মোঃ নাসির তালুকদার, রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহিদ মিয়া প্রমূখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ-সভাপতি এএসএম ফেরদাউস Pএসময় ব‌লেন, এ‌শিয়ার অন‌্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলা‌দেশ আওয়ামী ছাত্রলী‌গের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপ‌তি নির্বা‌চিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সনজিত চন্দ্র দাস ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এর প্রতি ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তি‌নি আরও ব‌লেন, যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পিতা মুজিবের হাতে গড়ে উঠেছিলো মুক্তির ঝান্ডা হাতে নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র রাজনৈতিক সংগঠন, সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মী হতে পেরে আমি বরাবরই গর্বিত। আমাকে সহ-সভাপতি মনোনীত করা, আমি মনে করি আমার উপর আদর্শিক আরো দায়িত্ব বৃদ্ধি,আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরিবার বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নে সবসময় তারপাশে থাকতে চাই, আজকের আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করছি সালথা উপজেলা ছাত্রলীগ ও আমার প্রিয় এলাকাবাসীর প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.