নির্দয়া আগুন কেড়ে নিলো চার বছরের শিশু মাইশার প্রাণ
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় নির্দয়া আগুন কেড়ে নিলো চার বছরের মাইশার প্রাণ। অবুজ শিশু মাইশা খেলার সাথীদের সাথে খেলাধুলা করার সময় গ্যাস লাইটের আগুনে শরীরে থাকা পোশাকে আগুন লাগলে মাইশার সারা শরীর পুড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মাইশাকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে মাইশার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে স্থান্তর করা হয়।
নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের ইব্রাহিম মাতুব্বরের কন্যা মাইশা।
গত ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে মা তানিয়ার কাছ থেকে সরে গিয়ে খেলার সাথিদের সাথে খেলাধুলা করার সময় মাইশার শরীরে আগুন লেগে সারা শরীর পুড়ে যায়। আহত অবস্থায় প্রথমে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সব শেষে ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে ভর্তি করা হয় মাইশাকে।
সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যুর কাছে হার মেনে সকলকে কাঁদিয়ে মাইশা চলে যায় না ফেরার দেশে।
মাইশারা দুই বোন এক ভাইয়ের মধ্যে ছিলো মেঝ।
মাইশার লাশ ঈশ্বরদী গ্রামে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।