সালথায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর আয়োজনে বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপজেলায় কর্মরত ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭জন সদস্যকে বাই-সাইকেল প্রদান করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপজেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাচন অফিসার তেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সুফিয়া আক্তার, এসআই ফরহাদ, প্রমূখ। ফরিদপুর সদর উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কমান্ড্যন্ট রহিমা বেগম।
সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, নির্বাচন, পূজা-পর্বণ সহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভুমিকা তুলে ধরা হয়। এছাড়াও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের কর্মকান্ড তুলে ধরেন।