নগরকান্দায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গত ১৪ নভেম্বর উপজেলার বাগুটিয়া গ্রামের আজাদ মাতুব্বর ও রফিক শেখের নেতৃত্বে মৃত ছোমেত শেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ, স্ত্রী রোকেয়া বেগম, কন্যা মারিয়া আক্তারসহ তার পরিবারের লোকজনকে বেধরক মারপিট করে একই গ্রামের মন্টু ফকিরের স্ত্রী ও এক নং আসামী নাজমা বেগম, ২ নং আসামী নাজমুল ফকির ত নং আসামী মুন্নী বেগম ও ৪ নং আসামী মাইনদ্দীন ফকির।
ঘটনার দিন ১৪ নভেম্বর উপরোক্ত চারজনকে আাসামী করে একটি মামলা দায়ের করে যার নম্বর ২২৩/২০২২।
আসামীদের মধ্যে ১ নং আসামী নাজমা বেগম বর্তমানে জেল হাজতে রয়েছে।
বাকী আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রোববার মানববন্ধন করে নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক মোল্যা, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক শেখ, সাদেক শেখ, মোকসেদ হোসেন, আবুল কালাম মাতুব্বরসহ আরো অনেকে।