মহান বিজয় দিবসে সালথায় আলোচনা সভা ও সিম্পোজিয়াম শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রজুক্তির সর্বোত্তম ব্যবহার শির্ষক আলোচনা সভা ও সিম্পোজিয়াম শেষে ফরিদপুরের সালথা উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে ১৬ ডিসেম্বর সন্ধায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সালথায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি লাবু চৌধুরীর সহধর্মিণী শাহানাজ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, এমপি লাবু চৌধুরীর ব্যাক্তিগত সহকারী বেনজির আহমেদ রায়হান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন, এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।