November 8, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথার যদুনন্দী‌তে মহান বিজয় দিব‌সে বর্ণাঢ‌্য র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

বাঙালি জাতীয় জীব‌নে ১৬ই ডি‌সেম্বর মহান বিজয় দিবস অন‌্যতম আন‌ন্দের দিন, সেই আনন্দ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে শহর থে‌কে গ্রা‌ম সর্বত্র। তেম‌নি ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার যদুনন্দীতে মহান বিজয় দিবস-২০২২ উপলেক্ষে বর্ণাঢ‌্য বিজয় র‌্যালি ও আ‌লোচনা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

উপ‌জেলার যদুনন্দী, গো‌পিনাথপুর ও জগন্নাথদী সর্বস্ত‌রের জনসাধারণের আ‌য়োজ‌নে শুক্রবার (১৬ ডি‌সেম্বর) বিকা‌লে নবকাম পল্লী ক‌লেজ মা‌ঠ থে‌কে শুরু হ‌য়ে বর্ণাঢ‌্য বিজয় র‌্যালিটি যদুনন্দী বাজা‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে আবার ক‌লেজ মা‌ঠে এ‌সে শেষ হয় এরপর আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু বক্কার মোল‌্যার সভাপ‌তি‌ত্বে বিজয় র‌্যালি ও আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ফ‌রিদপুর-২ আস‌নের সংসদ সদস‌্য শাহাদাব আকবর লাবু চৌধুরী এবং সম্মা‌নিত অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন এম‌পি লাবু চৌধুরীর সহধর্মিণী শাহানাজ খান।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ দে‌লোয়ার হো‌সেন মিয়া, এমপি লাবু চৌধুরীর ব্যক্তিগত সহকারী বেনজির আহমেদ রায়হান, উপ‌জেলা কৃষকলী‌গের সভাপ‌তি সে‌লিম মোল‌্যা, উপ‌জেলা সেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি রা‌কিবুল হাসান জু‌য়েল, জাতীয় শ্রমিকলী‌গ সালথা উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, আওয়ামীলী‌গ নেতা আবু জাফর মোল‌্যা, গ‌ট্টি ইউ‌পি চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাবলু, উপ‌জেলা যুবলীগ নেতা মোঃ বাদল হো‌সেন, সেচ্ছা‌সেবকলীগ নেতা না‌য়েজ হো‌সেন প্রমূখ।

উপ‌জেলা যুবলীগ নেতা খোন্দকার শাহজাহান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে সা‌র্বিক তত্বাবধা‌নে ছি‌লেন, তরুন আওয়ামীলীগ নেতা রোমানুজ্জামান ‌মোল‌্যা রোমান, আওয়ামীলীগ নেতা মোঃ কামরুজ্জামান কাইয়ুম মোল‌্যা, এবং বিশিষ্ট শিক্ষানুরাগী গাজী কামরুল।

আ‌লোচনা সভায়, ১৯৭১ সা‌লের মহান মু‌ক্তিযু‌দ্ধে সকল শহীদ ও ১৯৭৫ সা‌লের ১৫ আগ‌ষ্ঠে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান সহ তার প‌রিবা‌রের সকল শহীদ‌দের স্মরণ করে প্রধান অ‌তি‌থি ফ‌রিদপুর-২ আস‌নের সংসদ সদস‌্য শাহাদাব আকবর লাবু চৌধুরী ব‌লেন, বাংলা‌দেশ বি‌নির্মা‌নে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দিন-রাত কাজ ক‌রে চ‌লে‌ছেন।

তি‌নি আরও ব‌লেন, আমার মা আপনা‌দের নেত্রী সৈয়দা সা‌জেদা চৌধুরী সারা জীবন আপনা‌দের জন‌্য কাজ ক‌রে‌ছেন, আমার জন‌্য দোয়‌া কর‌বেন, আ‌মিও আপনা‌দের জন‌্য কাজ ক‌রে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.