সালথায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ পালিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে দিন ব্যাপী নানা অনুষ্ঠান ছিল চোখে পরার মত। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, সকল সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বেদিতে এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুড়ালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন এবং সংসদ সদস্যের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, সালথা থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা কৃষি অফিস, সালথা প্রেসক্লাব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ ব্যাক্তি পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বিজয় র্যালী সালথা বাজার হয়ে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলন করা হয়, শান্তির প্রতিক পায়রা অবমুক্ত ও বেলুন উড়ানো হয়। সালথা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রী সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম মোল্যা প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবস পালন করা হয়। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।