ফরিদপুরের তেতুঁলিয়ায় আঃ মান্নান মোল্লার বাড়িতে জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত
1 min readফরিদপুর প্রতিনিধিঃ
বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ) সাহেবের উত্তরাধিকার, আলহাজ্ব খাজা মিয়া ভাইজান মোজাদেদ্দী, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সল মোজাদেদ্দী সাহেবদ্বয়ের অনুমোদনক্রমে বৃহস্পতিবার ১৫ ই ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুঁলিয়ায় গ্রামে, বিশ্ব জাকের মঞ্জিলের অন্যতম খাদেম ও জাকের পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মরহুম আঃ মান্নান মোল্লার বাড়িতে জাকের পার্টির পবিত্র আজিমুশ্বান ইসলামি জলসা অনুষ্ঠিত হয়।
বিশ্ব জাকের মঞ্জিলের অন্যতম খাদেম ও জাকের পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান _মরহুম আঃ মান্নান মোল্যার মেজপুত্র ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় জাকের পার্টির সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে, জলসায় প্রধান বক্তা হিসাবে কুরআন হাদিসের আলোকে শরিয়ত ও তরিকত নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন, জাকের পার্টি যুব ওলামাফ্রন্টের সাংগঠনিক সম্পাদক, মাওলানা রজব আলী মাসুম। বিশেষ বক্তা হিসাবে বয়ান পেশ করেন জাকের পার্টি যুব ওলামাফ্রন্টের সাংগঠনিক সম্পাদক, মাওলানা আলী হায়দার যশোরী। এছাড়া স্হানীয় আরো অনন্য আলেম ওলামা উপস্থিত ছিলেন।
জলসায় হাজার হাজার জাকেরান-আশেকান ও ধর্মপ্রান মুমিন মুসলমানদের ঢল নামে। বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত ফরজ এবাদত বন্দেগী, মিলাদ-কিয়াম জিকির-আজগার, ওয়াজ-নসিহত ও শরিয়ত-তরিকতের ইবাদত বন্দেগী। জাকেরান-আশেকান মুমিন মুসলমান, দেশ বাসির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, এবং তাবারক খাওয়ানোর মধ্যে দিয়ে এ জলসার সমাপ্তি হয়।