সালথায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলন
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলন করা হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সুর্যাস্তের পর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা মৎস্য অফিসার রাজিব রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, সালথা থানা পুলিশের এসআই ফরহাদ হোসেন প্রমূখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
আলোচনা সভায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী এবং নিখোজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।