November 6, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুর জেলা পরিষদ কর্তৃক এসএসসি /সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান বুধবার বেলা বারোটায় ফরিদপুর শহরের কবি জসিম উদ্দিন হলে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা ‌মিয়া, অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী হিসেবে প্রতিক্রিয়া  ব্যক্ত করেন সাদিয়া আফরিন এনি ও তারানা জাহিদ।

অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন জেলা পরিষদের আয়োজন শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সেই ধারা অব্যাহত রাখতে হবে।

পরে তিনি উত্তীর্ণ  শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও সাংবাদিকতায় বসুন্ধরা অ্যাওয়ার্ড অর্জন করায় এস এম তমিজ উদ্দিন তাজকে ও সম্মামনা  প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট ৩৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লাস্টের পরিচালক শিপ্রা গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.